গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ওগো মোর হাসি একটুখানি হাস

 ওগো মোর হাসি একটুখানি হাস 

মোঃ আরিফ হোসেন 


যদি ভালবাসতে হয় ফুল ভালবাস, ফুল তোমার সাথে বেঈমানী করবেনা। ফুল তোমাকে দেখলে দুই আঁখি মেলে চেয়ে থাকবে, সে তোমার সাথে বেঈমানী করবেনা। একদিন ফুল ছিল নদীর কিনারে আমি সেখান থেকে নিয়ে এসে ঘরের কিনারে রোপন করি, এখন সারাক্ষণ শুধু গন্ধ দেয়। 

ফুল যদি ভালবাস দেখবে তোমার মন আনন্দে ভরে গেছে। সে তোমাকে ছায়া, মায়া, কায়া দিয়ে আশ্রয় দিবে, সে তোমার সাথে হাসবে, খেলবে, গাবে তোমার মন আনন্দে ভরিয়ে দেবে। ফুল কাউকে কথা দিলে কথা রাখে, তুমি যদি বল ফুল সে বলবে ফুল, তুমি যদি বল জোতিষ্ক, সে বলবে জোতিষ্ক।ফুলের ঘরে যত আলো তত আলো আর কারো ঘরে নেই। তাইতো সে হাসে, খেলে, গায় যার যা ইচ্ছা হারিয়ে যায়।ফুল এমন একটি সৃষ্টি সারাক্ষণ শুধু গান গায়, একবার গান ধরলে সে গান আর শেষ হয়না।

ফুল যদি না সৃষ্টি হত তুমি কি সৃষ্টি হতে?  হতেনা, ফুল তোমাকে আগলে রাখে, তার হাতের ছোঁয়ায় তোমার জীবন ধন্য হয়। তুমি কখনও এ কথা ভুল যেওনা, এ কথা ভুলে গেলে তোমার বেঈমানী  হবে।

হযরত মুহাম্মদ (সাঃ) ফুল খুব ভালবাসতেন। তাইতো তিনি হাঁটতে, খেলতে, গাইতে ফুল হাতে নিয়ে আদর করতেন।তুমি ফুল নিয়ে কখনও হাসির ছলে ঠাট্টা, তামাশা কোরোনা, ফুল তোমাকে অভিশাপ দেবে, তুমি মরে যাবে। 

কবি সত্যেন্দ্রনাথ বলেছেন, মোটে যদি জোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, মোটে যদি জোটে দুটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী; ফুল এমন এক প্রাণী একে অবহেলা করা যায়না মোটেও।

ফুল নিয়ে আজ পর্যন্ত কত গল্প সাধা হয়েছে, সবচেয়ে সুন্দর গল্প- ফুল হাসে, সারাক্ষণ শুধু হাসে,- এ গল্পের নেই কোন শেষ। 

ফুল কিনে আজ পর্যন্ত কেউ দেউলিয়া হয়েছে? কেউ হয়নি, ফুল তোমার জীবন,  যৌবন,  বাসরে তোমার সঙ্গী হয়ে থাকবে। 

ফুলের গন্ধে মন ছেয়ে যায়,  সারাক্ষণ শুধু নাচতে ইচ্ছে করে 

তুমি যদি একটি ফুল দাও নাচব আমি সারা মন ভরে -কার কথা? 

কবির কথা। সে কবি মরেছে?  মরেনি, মরবে?  মরবেনা, " কবি তুমি ঘুমাও শান্তিতে। 

ফুলের সাথে একরাত? হাজার রাত, এক বিহিত? হাজার বিহিত; আমার কবে একটি বিহিত কাটবে!

ফুল তুমি যদি না জন্মাতে আমি জন্মাতামনা- তবে কেন তুমি হাসনা? একটুখানি হাস, হাসি আমি মন ভরে। 

ফুলের সাথে কত গল্প হল, হয়নি সে সুন্দর গল্প ' যে গল্পের নেই কোন শেষ ', ফুল তুমি কবে আমার হবে গল্প হবে জনম ভরে!

ফুলের সাথে যে জন হাসে সে জন হাসে জনম ভরে।তাইতো সে হাসে,  হাসে সারাক্ষণ ধরে। 

ফুল, তোমার সাথে কাটবে আমার সারাবেলা 

তাইতো আমার ঘুম নাই, নাই এ অবেলা।

ফুল তুমি যেখানেই থাক ভাল থাক -এই শুধু মোর কামনা। 

যেখানে ফুল সুন্দর সেখানে  যেতে ইচ্ছে করে


Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)